চট্টগ্রাম-৬ (রাউজান) আসনের সাবেক সংসদ সদস্য এ বি এম ফজলে করিম চৌধুরীর বাড়িতে অভিযান চালিয়ে বিপুল সংখ্যক অত্যাধুনিক আগ্নেয়াস্ত্র উদ্ধার করেছে যৌথবাহিনী। এসময় হত্যা মামলার অন্যতম আসামি চৌধুরীর ছেলে ফারাজ করিম চৌধুরীকেও গ্রেফতারে অভিযান চালানো হয়। তবে, তাকে সেখানে পাওয়া যায়নি।

গত মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) দিবাগত রাতে রাউজান উপজেলার গহিরায় এই অভিযান চালায় জেলা পুলিশ।

জানা গেছে, পাওয়া তথ্যের ভিত্তিতে সাবেক এই এমপির বাড়িতে অভিযান চালায় জেলা পুলিশ ও রাউজান থানা পুলিশ। এসময় উদ্ধার করা হয়– রিভলবার, পিস্তল, রাইফেল, শটগান, ২টি টিয়ার গ্যাস লঞ্চার, বিপুল সংখ্যক গুলি, এক নলা বন্দুক ও বন্দুকের কার্তুজ, বিস্ফোরক দ্রব্য, ককটেলসহ অনেক দেশী-বিদেশি অস্ত্র।

উদ্ধার হওয়া এসব অস্ত্রের মধ্যে শুধু রাইফেলের লাইসেন্স ছিল। বাকি অস্ত্র অবৈধ। সরকারের বেঁধে দেওয়া সময়ের মধ্যে বৈধ অস্ত্র জমা না দেয়ায় সেটিও অবৈধ হয়ে যায়। অস্ত্র–গুলি উদ্ধারের ঘটনায় রাউজান থানায় মামলা দায়ের করা হয়েছে।

উল্লেখ্য, ৩ সেপ্টেম্বর এর মধ্যে পুলিশের লুট হওয়া এবং লাইসেন্স স্থগিত হওয়া অস্ত্র জমা দেয়ার নির্দেশ দেয়া হয়। কিন্তু জমা দেয়ার নির্ধারিত সময় পার হলেও এসব অবৈধ অস্ত্র ফজলে করিমের বাড়িতেই ছিল।

১২ সেপ্টেম্বর সকালে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া সীমান্তের আবদুল্লাহপুর এলাকা থেকে এ বি এম ফজলে করিমসহ তিনজনকে আটক করে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।