নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে চাঁদার দাবিতে এক সিএনজিচালককে কুপিয়ে আহত করেন ২ ছাত্রলীগ কর্মী। পরে এলাকাবাসী ওই দুজনকে আটক করে গণধোলাই দেয়। সোমবার (১২ আগস্ট) রাতে এ ঘটনা ঘটে।
ছাত্রলীগের দুই কর্মী হলেন- সোনারগাঁ পৌরসভার নোয়াইল পশ্চিমপাড়া এলাকার মৃত আনার হোসেনের ছেলে মুছা (৩০) ও দরপত গ্রামের মৃত শাহজাহানের ছেলে আলাল (২৫)।
জানা যায়, সোমবার রাতে মুছা ও আলালের নেতৃত্বে ৫-৬ জনের একটি দল বাড়িগন্ধব এলাকায় সিএনজিচালক ফারুকের বাড়িতে গিয়ে মোটা অঙ্কের চাঁদা দাবি করে। দাবিকৃত চাঁদার টাকা না পেয়ে তারা ফারুককে কুপিয়ে আহত করে।
এ সময় ফারুকের চিৎকারে এলাকাবাসী ছুটে গিয়ে মুছা ও আলালকে আটক করে গণধোলাই দেয়। এ সময় তাদের সহযোগীরা দৌড়ে পালিয়ে যায়।
এ ঘটনায় সোনারগাঁ থানায় একটি অভিযোগ দায়েরের প্রস্তুতি চলছে।