রাজনৈতিক নেতাদের প্রতিহিংসার রাজনীতি ছেড়ে জনগণের কল্যাণে রাজনীতি করার আহ্বান জানিয়েছেন সেনাবাহিনী প্রধান লেফটেন্যান্ট জেনারেল ওয়াকার-উজ-জামান।

আজ সোমবার (১২ আগস্ট) খুলনায় শেখ আবু নাসের স্টেডিয়ামে সেনা সদস্যদের সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ আহ্বান জানান।

সেনাপ্রধান বলেন পুলিশ সুসংগঠিত হয়ে পরিস্থিতি স্বাভাবিক হলে সেনাবাহিনী ব্যারাকে ফিরে যাবে ।

সেনাপ্রধান আজ দুপুর সোয়া ২টায় হেলিকাপ্টারে করে এসে স্টেডিয়ামে নামেন এবং প্রথমে বিভাগীয় প্রশাসনসহ কর্মরত সেনা সদস্যদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকের ব্রিফিং করেন।

সেনাপ্রধান বলেন, সারা দেশের পরিস্থিতি অনেকটাই স্বাভাবিক হয়ে এসেছে। খুলনা আঞ্চলের পরিস্থিতি প্রায়ই স্বাভাবিক।

সেনাপ্রধান আরও বলেন, সারা দেশে ২০টি জেলায়  মাত্র কয়েকটি সংখ্যালঘু পরিবারে হামলার ঘটনা ঘটেছে। কিন্তু সেই তুলনায় প্রচারণা বেশি হচ্ছে।

এ সময় সেনাপ্রধান সবাইকে সুষ্ঠু ও স্বাভাবিক অবস্থা ফিরিয়ে আনতে সবার সহযোগিতা কামনা করেন। তিনি ঢাকায় ডাকাতির ঘটনার উল্লেখ করে বলেন প্যানিক সৃষ্টি করা হচ্ছে ডাকাতির কথা বলে।

এক প্রশ্নের জবাব সেনাপ্রধান বলেন, ‘লুটপাট, সংহিসতার ঘটনা ঘটলে আগামীতে যৌথবাহিনী অভিযান পরিচালনা করবে। সব লুটপাট, অগ্নিসংযোগ এবং দখল-পাল্টাদখলের ঘটনায় পুলিশ তদন্ত করে ব্যবস্থা নেবে।’

এই সময় যশোর সেনানিবাসের জিওসি এবং খুলনা নৌবাহিনীর এরিয়া কমান্ডার উপস্থিত ছিলেন।