শেখ হাসিনা সরকারে পতনের পর বাংলাদেশের পরিস্থিতির দিকে ভারতের নজর রয়েছে। সেইসাথে বাংলাদেশ সেনাবাহিনীর সাথেও যোগাযোগ রাখা হচ্ছে বলে জানিয়েছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। মঙ্গলবার (৫ আগস্ট) দেশটির সব দলের সাথে আলোচনা শেষে এ তথ্য জানান তিনি। খবর আনন্দবাজার।

বৈঠকে এস জয়শঙ্কর বলেন, শেখ হাসিনা বর্তমানে দিল্লিতে রয়েছেন। তাকে সেফ হাউজে রাখা হয়েছে। তিনি মানসিকভাবে বিপর্যস্ত। তাই তাকে কিছুটা সময় দেয়া হয়েছে। শেখ হাসিনা এখনও নিজের ভবিষ্যৎ পরিকল্পনার কথা ভারত সরকারকে জানায়নি। এক্ষেত্রে শেখ হাসিনার বক্তব্য শুনে পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা হবে ঠিক করা হবে বলে জানান তিনি।

ভারতের পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন, বাংলাদেশের পরিস্থিতির দিকে নজর রাখছি। সঠিক সময়ে ভারত সরকার সঠিক পদক্ষেপ গ্রহণ করবে। বাংলাদেশের সীমান্ত পরিস্থিতির দিকেও নজর রয়েছে। তবে সীমান্ত পরিস্থিতি তেমন গুরুতর নয় বলে দাবি করেছে একটি সূত্র।

সংবাদ সংস্থা পিটিআইয়ের বরাতে আনন্দবাজারের প্রতিবেদনে বলা হয়, বাংলাদেশের সেনাপ্রধানে সাথে জয়শঙ্করের কথা হয়েছে। এ সময় বাংলাদেশে থাকা প্রায় ১০ হাজার ভারতীয় শিক্ষার্থীর নিরাপত্তার বিষয়ে কথা বলেছেন তিনি।

জয়শঙ্কর বলেন, বাংলাদেশ থেকে এখনই ভারতীয় নাগরিকদের সরিয়ে আনা হচ্ছে না। তবে ভারত যেকোনো পরিস্থিতির জন্য তৈরি থাকবে। প্রয়োজন হলেই দ্রুত যাতে ভারতীয়দের সরিয়ে আনা যায়, সে ব্যবস্থা করা হচ্ছে।