সরকার পদত্যাগের একদফা দাবিতে রাজধানীর শাহবাগে অবস্থান নিয়ে বিক্ষোভ করছেন আন্দোলনকারীরা। শনিবার (৩ আগস্ট) সন্ধ্যার পর কেন্দ্রীয় শহীদ মিনার থেকে মিছিল নিয়ে শাহবাগ মোড়ে অবস্থান নেন তারা।
এ সময় তারা বিভিন্ন স্লোগান দিতে থাকেন। এতে শাহবাগ এলাকায় যান চলাচল বন্ধ হয়ে যায়। এই রিপোর্ট লেখা পর্যন্ত সেখানেই অবস্থান করছেন আন্দোলনকারীরা। অপরদিকে, আন্দোলকারীদের একটি অংশ এখনও কেন্দ্রীয় শহীদ মিনারে রয়েছেন।