সরকার দেশের দারিদ্রের হার কমিয়ে এনেছে। অতিদরিদ্র বলে দেশে কোনো মানুষ থাকবে না এমন মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শনিবার (১৩ জুলাই) শেখ হাসিনা আন্তঃব্যাংক ফুটবল টুর্নামেন্টের সমাপনী অনুষ্ঠানে এ কথা বলে তিনি।

সরকারপ্রধান বলেন, আন্তর্জাতিক মানের খেলোয়ার তৈরিতে কাজ করছে সরকার। খেলাধুলাকে এগিয়ে নিতে দেশজুড়ে জেলা-উপজেলা পর্যায়ের মাঠ তৈরি করা হচ্ছে। এ সময় খেলাধুলায় সংশ্লিষ্ট সকলকে আরও মনোযোগী হওয়ার আহ্বানও জানান প্রধানমন্ত্রী।

প্রসঙ্গত, বাংলাদেশ সেনাবাহিনীর সেনাবাহিনী সহযোগিতায় টুর্নামেন্টটিতে ৩১টি দল অংশ নেয়। এতে ইসলামী ব্যাংক চ্যাম্পিয়ন ও স্ট্যান্ডার্ড ব্যাংক রানার আপ হয়েছে। এ সময় চ্যাম্পিয়ন ও রানার আপ দলের হাতে ট্রফি তুলে দেন শেখ হাসিনা।