কোটাবিরোধী শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করেছেন আন্দোলনকারীরা। আজ শুক্রবার (১২ জুলাই) বিকেলে এই অবরোধ শুরু হয়। যদিও গতকাল ঘোষিত কর্মসূচি অনুযায়ী আজ দেশব্যাপী সব শিক্ষাপ্রতিষ্ঠানে বিক্ষোভ মিছিল করার কথা ছিল তাদের।

এ সময় বিভিন্ন স্লোগান দেওয়া হয়। স্লোগানে-স্লোগানে কুমিল্লায় পুলিশি হামলা এবং সায়েন্স ল্যাব ও নিউমার্কেট এলাকায় পুলিশি বাধার প্রতিবাদ জানানো হয়।

কোটাবিরোধীদের পক্ষ অপর এক সমন্বয়ক বলেন, ‘আপনারা অনেকেই জিজ্ঞেস করেন, এই আন্দোলন কতদিন চলবে? আজকের পর থেকে আর আপনারা প্রশ্নটি করবেন না। মনে রাখবেন, আন্দোলন কবে শেষ হবে সেটি সরকার নির্ধারণ করবে। আমরা আমাদের দাবি পূরণ হলেই ঘরে ফিরে যাব। সরকার যতদিন প্রহসনের মাধ্যমে আমাদের ঝুলিয়ে রাখবে, ততদিন আমরা রাজপথে থাকব।’ এ সময় আরও বলা হয়, সারা দেশে যদি কোথাও কোটাবিরোধীদের ওপর হামলা হয়, তাহলে তার দায় সরকারকেই নিতে হবে।