অনিয়মের উর্ধ্বে থেকে কাজ করার জন্য সরকারি কর্মকর্তা-কর্মচারীদের কাজ করার আহ্বান জানিয়েছেন জনপ্রশাসন মন্ত্রী ফরহাদ হোসেন। রোববার (৯ জুন) জনপ্রশাসন মন্ত্রণালয়ের অধীনে থাকা ৮টি অধিদফতরের মধ্যে বার্ষিক কর্মসম্পাদন চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে এ আহ্বান জানান তিনি।
কর্মকর্তাদের উদ্দেশে মন্ত্রী বলেন, শুদ্ধাচার অবলম্বন করে কাজ করতে হবে। সে অনুযায়ী প্রত্যেকের কর্মকাণ্ড যাচাই করা হবে। এসময় তিনি আওয়ামী লীগ সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নের ওপর জোর দেন।
মন্ত্রী বলেন, সেবা খাতে কেউ যেন হয়রানির শিকার না হন সেদিকে নজর দিতে হবে। আমরা কীভাবে সে দেবো তার কিছু নিয়ম আছে। সেসব সবাইকে মেনে চলতে হবে বলেও জানান মন্ত্রী।