উপজেলা পরিষদ নির্বাচনের চতুর্থ ধাপের ভোটগ্রহণ কাল। বুধবার (৫ জুন) সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ চলবে। রিটার্নিং অফিস থেকে ব্যালট বাক্সসহ নির্বাচনী সরঞ্জাম বিতরণ করা হবে। কঠোর নিরাপত্তায় কেন্দ্রে কেন্দ্রে পৌঁছে দেয়া হবে।

বুধবার (৫ জুন) সকালে কেন্দ্রগুলোয় ব্যালট পেপার যাবে। নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা হবে চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে।

এবার ৫৫ উপজেলায় ভোট হওয়ার কথা থাকলেও; আগের ধাপগুলোয় স্থগিত কিছু উপজেলাও যুক্ত হচ্ছে এই ধাপে। বেশিরভাগ জায়গায় ব্যালটে হবে ভোট। সিরাজগঞ্জের দুটি উপজেলায় ভোট নেয়া হবে ইভিএমে। ভোটগ্রহণ অবাধ ও সুষ্ঠু করতে সব প্রস্তুতি নিয়েছেন নির্বাচন সংশ্লিষ্টরা।

ভোট উপলক্ষে উপজেলাগুলোতে সাধারণ ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। গত ২৩ এপ্রিল চতুর্থ ধাপের তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন (ইসি)।