নরসিংদীতে ধানক্ষেতে বজ্রপাতে মা-ছেলেসহ তিনজনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও দুজন। শনিবার (১৮ মে) দুপুর সাড়ে ১২টার দিকে সদর উপজেলার দুর্গম চরাঞ্চল আলোকবালিতে এ ঘটনা ঘটে।

তারা হলেন, আলোকবালি এলাকার কামাল মিয়ার স্ত্রী শরিফা বেগম (৫০), ছেলে ইকবাল মিয়া (১২) ও পাশের গ্রামের কাইয়ুম আলী (২২)।

পুলিশ ও স্বজনরা জানায়, সকালে কামাল মিয়া তার স্ত্রী শরিফা, ছেলে ইকবাল ও কাইয়ুম আলীসহ বেশ কয়েকজনকে নিয়ে ক্ষেতে ধান কাটছিলেন। দুপুর সাড়ে ১২ টার দিকে হঠাৎ বজ্রপাতসহ বৃষ্টিপাত শুরু হয়। ওই সময় তারা ক্ষেতের পাশে একটি পলিথিন দিয়ে তৈরি ছাউনিতে আশ্রয় নেয়। এসময় বজ্রপাতে শরিফা, কাইয়ুম ও ইকবালসহ পাঁচজন আহত হয়। তাদের উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে কাইয়ুম, শরিফা ও ইকবাল মারা যান। আহত দুজনকে সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

নরসিংদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তানভীর আহমেদ বলেন, বজ্রপাতে তিনজন মারা গেছে। আর আহতদের সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।