বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, চোর, ডাকাত, সন্ত্রাসী ও বাজার সিন্ডিকেটকারীরা প্রকাশ্যে, আর গণতন্ত্রকামীরা কারাগারে থাকবে এটাই শেখ হাসিনা চেয়েছেন। বৃহস্পতিবার (১৮ এপ্রিল) রাজধানীতে এক অনুষ্ঠানে বক্তব্য দেন তিনি।
রিজভী বলেন, ‘আইনশৃঙ্খলা বাহিনীর গুলিতে আজ অনেক নেতাকর্মী পঙ্গু এবং অন্ধ হয়ে গেছে। এতো দমন-পীড়নের মধ্যেও বিএনপির মাথা দমিয়ে রাখতে পারেনি, ভবিষ্যতেও পারবে না। বিএনপি গণমানুষের দল।’
এ সময় ওবায়দুল কাদেরের সমালোচনা করে তিনি বলেন, ‘আমরা আর মামুদের নির্বাচনকে বিজয় মনে করতে পারেন, তবে সবাই আপনাদের ধিক্কার জানায়। আপনাদের লজ্জা করে না, জুমার নামাজ পড়ার সময় যারা মুসল্লিদের ওপর হামলা চালায় তাদের সাথে আপনাদের সম্পর্ক।’
ভারত সরকারের সমালোচনা করে বিএনপির এ নেতা আরও বলেন, ‘পৃথিবীর সবচেয়ে ভয়ংকর সাম্প্রদায়িক শক্তি এখন ভারতের রাষ্ট্র পরিচালনা করছে। আর সেই দেশের সহায়তায় বাংলাদেশের সকল জনগণকে বন্দি করে রেখেছেন আপনারা।’
দুর্নীতিতে বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছেন। হাজার হাজার কোটি টাকার সম্পদ পাওয়া যাচ্ছে। চট্টগ্রামের এমপির শত শত মিলিয়ন পাউন্ডের বাড়ি পাওয়া যাচ্ছে, আর দেশের মানুষ খাবারের জন্য হাহাকার করছে বলেও মন্তব্য করেছেন রিজভী।