সরকার ক্ষমতা টিকিয়ে রাখতে নিপীড়ন চালিয়ে যাচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। বলেন, বিএনপি নেতাকর্মীদের ওপর নির্যাতনকারীরা কেউ পার পাবে না। রোববার (২৫ ফেব্রুয়ারি) সকালে নয়াপল্টনে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।
এ সময় রিজভী অভিযোগ করেন, দলীয় নেতাকর্মীদের গুম করা হচ্ছে। এর সাথে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা জড়িত। বলেন, নির্যাতন চালিয়ে আন্দোলন দমানো যাবে না। এছাড়া, দলটির নেতাকর্মীদের ওপর নির্যাতন বন্ধেরও হুঁশিয়ারি দেন তিনি।
রিজভী আরও বলেন, সিন্ডিকেটের সঙ্গে কারা জড়িত, এটা সবাই জানে। সরকার নিজেরা কিছু না করে শুধু বিরোধী দলের ওপর দোষ চাপাতে ব্যস্ত বলেও মন্তব্য করেন তিনি।