হবিগঞ্জের মাধবপুরে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কটূক্তি করে বক্তব্য দেওয়ার অভিযোগে ছাতিয়ান ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও জেলা বিএনপি নেতা মিনহাজ উদ্দিন চৌধুরী কাসেদকে গ্রেপ্তার করা হয়েছে।

বুধবার (১৪ ফেব্রুয়ারি) দুপুরে তার বিরুদ্ধে আওয়ামী লীগ নেতা শ্রীধাম দাশগুপ্ত মাধবপুর থানায় মামলা করলে তাকে গ্রেপ্তার দেখানো হয়। এর আগে মঙ্গলবার রাতে তাকে আটক করে থানায় নিয়ে আসে পুলিশ।

পুলিশ জানায়, মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারি) সকালে মাধবপুর উপজেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসকের সঙ্গে উপজেলা প্রশাসনের মতবিনিময় সভায় ইউপি চেয়ারম্যান ও জেলা বিএনপির সদস্য কাসেদ প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে কটূক্তি করে বক্তব্য দেন।

সভায় কাসেদ তার বক্তব্যের এক পর্যায়ে ‘স্বামীর দেশ ভারত থেকে মাদকদ্রব্য অবাধে বাংলাদেশে প্রবেশ করছে’ বলে বিদ্রূপাত্মক মন্তব্য করেন। এ সময় উপস্থিত অন্যরা এর প্রতিবাদ করলে হট্টগোলের সৃষ্টি হয়।

প্রধানমন্ত্রী ও ভারত নিয়ে কটূক্তির বক্তব্যের অভিযোগে ১৩ ফ্রেব্রুয়ারি সন্ধ্যায় উপজেলা পরিষদ এলাকা থেকে মাধবপুর থানার এসআই তরিকুল ইসলাম ইউপি চেয়ারম্যান মিনহাজ উদ্দিন চৌধুরীকে আটক করে।

গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করে মাধবপুর থানার ডিউটি অফিসার এসআই মনিরুজ্জামান জানান, ইউএনওর নির্দেশে তাকে আটক করে থানায় রাখা হয়। পরে তাকে গ্রেপ্তার দেখানো হয়।

ওই মতবিনিময় সভায় অংশগ্রহণকারী উপজেলা যুবলীগের সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান ফারুক পাঠান বলেন, বিএনপি নেতা ইউপি চেয়ারম্যান মিনহাজ উদ্দিন চৌধুরী কাসেদ এ ধরনের বক্তব্য দিয়ে দেশবিরোধী কাজ করেছেন। ভারতের সঙ্গে বাংলাদেশের মুক্তিযুদ্ধের ঐতিহাসিক সম্পর্ক রয়েছে। স্বামীর দেশ বলতে তিনি বাংলাদেশ সরকার ও ভারতের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক অবনতি ঘটিয়ে রাজনৈতিক সুবিধা নিতে চেয়েছেন। তার এ ধরনের বক্তব্য রাষ্ট্রদ্রোহিতার শামিল।

মাধবপুরের ইউএনও একেএম ফয়সাল জানান, চেয়ারম্যানের এ বক্তব্য দেওয়ার পর সভায় বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছিল। সবাইকে অনুরোধ করার পর তারা শান্ত হন। আইনগতভাবেই তাকে গ্রেপ্তার করা হয়েছে।