বান্ডিল ভরা টাকা আর ব্রিফকেসে সাজানো সব দামি দামি আইফোন, ঘড়ি, আইপ্যাড। এসব যেন কারও জীবনে একটি করেই পাওয়া স্বপ্নের মতো। তবে মিলেছে বিপুল এসব সম্পদ। তাও আবার সরকারি কোনো কর্মকর্তারা বাসা-বাড়িতে। যা দেখে যে কারও চোখ চড়কগাছে ওঠার অবস্থা। আর এমন সবই চোখে দেখেছে দুর্নীতি দমনকারী সংস্থা।

বৃহস্পতিবার (২৫ জানুয়ারি) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, ভোর থেকে সরকারি এক কর্মকর্তার বাড়িতে অভিযান চালানো হয়েছে। এ সময় তার বাসা-বাড়িতে মিলেছে ১০০ কোটির আয় বহির্ভূত সম্পত্তি। অবিশ্বাস্য এ ঘটনাটি ঘটেছে ভারতের তেলঙ্গানায়।

সংবাদমাধ্যম জানিয়েছে, রাজ্য পুলিশের দুর্নীতি দমনকারী শাখা এসিবি এসব সম্পত্তি উদ্ধার করেছে। আর অভিযান চালানো ওই সরকারি কর্মকর্তার নাম শিবা বালাকৃষ্ণ। তিনি রাজ্যের রিয়েল এস্টেট রেগুলেটরি অথোরিটির সেক্রেটারি। এর আগে তিনি হায়দরাবাদ মেট্রোপলিটন ডেভেলপমেন্ট অথোরিটির ডিরেক্টর ছিলেন।

প্রাথমিক তদন্তের পর সংস্থাটি জানিয়েছে, শিবা বিভিন্ন কোম্পানিকে বেআইনিভাবে সহায়তা করেছেন। তাদের পারমিট দিয়েছেন তিনি। এজন্য কোটি কোটি রুপি আর দামি উপহার নিয়েছেন শিবা।

হিসাব বহির্ভূত এসব সম্পত্তির খোঁজ পেতেই বুধবার ভোর থেকে অভিযান শুরু করে এসিবি। এরপর অফিস ও বাড়ি মিলিয়ে অন্তত ২০ জায়গায় তল্লাশি চালানো হয়। সেদিন ভোর ৫টা থেকে শুরু হলেও রাতভর এ অভিযান চলে। কেবল ওই কর্মকর্তা নয়, তার আত্মীয়দের বাড়িতেও অভিযান চালিয়েছে পুলিশ। এ ঘটনায় শিবা নামের ওই কর্মকর্তার বিরুদ্ধে মামলা করা হয়েছে।