বেসরকারি বিমান ও পর্যটন প্রতিমন্ত্রী মাহবুব আলীকে বিপুল ভোটে হারিয়েছেন স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন। রোববার (৭ জানুয়ারি) রাতে জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মোছা. জিলুফা সুলতানা ঘোষিত বেসরকারি ফলাফলে দেখা গেছে, ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন প্রায় এক লাখ ভোটের ব্যবধানে জয়ী হন।
চুনারুঘাট ও মাধবপুর উপজেলা নিয়ে হবিগঞ্জ-৪ আসনটি গঠিত। এ আসনে মোট আটজন প্রার্থী ছিলেন। নির্বাচনে ঈগল প্রতীক নিয়ে ব্যরিস্টার সুমন এক লাখ ৬৯ হাজার ৯৯ ভোট পেয়েছেন। এ ছাড়া বেসরকারি বিমান ও পর্যটন প্রতিমন্ত্রী মাহবুব আলী নৌকা প্রতীক নিয়ে পেয়েছেন ৬৯ হাজার ৫৪৩ ভোট।