গাজায় ইসরায়েলির বাহিনীর নির্বিচার হামলা চলছেই। এক মাসের আগ্রাসনে প্রাণহানি ছাড়িয়েছে ১০ হাজার। নিহতদের মধ্যে ৪১০০ এরও বেশি শিশু। আহতের সংখ্যা সাড়ে ২৫ হাজার ছাড়িয়েছে। খবর আল জাজিরার।

গত ৭ অক্টোবর থেকে গাজায় অবিরাম বিমান হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। দখলদার বাহিনীর টার্গেট হচ্ছে আবাসিক ভবন, শরণার্থী শিবির, স্কুল এমনকি হাসপাতাল পর্যন্ত।

সোমবার (৬ নভেম্বর) রাফাহ সীমান্তে ইসরায়েলি সেনাদের চালানো হামলায় প্রাণহানি দাঁড়িয়েছে ১৪ জনে। ভয়াবহ আগ্রাসন চালানো হয় আল শিফা হাসপাতালে। আল শাবৌরা শরণার্থী শিবিরেও বোমাবর্ষণ করেছে ইহুদি বাহিনী। উত্তরে বড় ধরনের হামলা হয়েছে আল-শাতি শরণার্থী শিবিরে। হতাহতের প্রকৃত সংখ্যা অবশ্য জানা যায়নি।