আজ ৫৮ বছরে পা রাখলেন শাহরুখ খান। ১৯৬৫ সালের এই দিনে নয়া দিল্লিতে তাঁর জন্ম। ভক্তরা প্রত্যেক জন্মদিনই তাঁকে বিশেষভাবে চমকে দেন। তবে চলতি বছর শাহরুখ যে উজ্জ্বল কীর্তি গড়েছেন, সেই প্রাপ্তি উদযাপন যোগ হচ্ছে এবারের জন্মোৎসবে। ইন্ডিয়ান এক্সপ্রেস বলছে, বৃহস্পতিবার শাহরুখের ৫৮তম জন্মবার্ষিকী ঘিরে সেজে উঠবে মুম্বাইয়ে নায়কের বাসভবন ‘মান্নাত’।

রাতেই জন্মদিনের গ্র্যান্ড পার্টি হবে নীতা মুকেশ আম্বানি কালচারাল সেন্টারে। সেখানে শাহরুখকে বিশেষ উপহার দেবেন নির্মাতা রাজকুমার হিরানি। জমকালো ওই পার্টিতে ‘ডানকি’ সিনেমার টিজার প্রকাশ করবেন তিনি। অনুষ্ঠানের অতিথি তালিকাও দীর্ঘ। পার্টিতে আসার কথা রয়েছে কাজল আগরওয়াল, দীপিকা পাড়ুকোন, আলিয়া ভাট, করণ জোহর, সিদ্ধার্থ আনন্দসহ আরও অনেকের।

এছাড়া বলিউড বাদশার জন্মদিন উপলক্ষে বড় কিছু আসছে বলে জানিয়েছে স্ট্রিমিং প্ল্যাটফর্ম নেটফ্লিক্সও। ভক্তরা ধারণা করছেন, আজই জানা যেতে পারে ওটিটিতে ‘জওয়ান’ মুক্তির তারিখ।

অন্যদিকে, চার দিনব্যাপি শাহরুখের জন্মদিন পালন করতে চলেছে অভিনেতার সবথেকে বড় ফ্যান ক্লাব এসআরকে ইউনিভার্স। এই দিনটি যাতে উৎসবে পরিণত করা যায়, তেমন আয়োজনের কমতি রাখেনি। জানা গেছে, এসআরকে ইউনিভার্সের তরফে গ্রামীণ স্কুলের বাচ্চাদের স্বাস্থ্য পরীক্ষার আয়োজন করা হয়েছে।এছাড়া গতকাল বুধবার মারাঠা মন্দিরে ‘দিলওয়ালে দুলহনিয়া লে যায়েঙ্গে’ (ডিডিএলজে) দেখানোর আয়োজনও ছিল। এমনকি বস্তিতে ও সুবিধাবঞ্চিত পরিবারের জন্য রেশন বিতরণ করবে তাঁরা। এছাড়া আগামীকাল সকালে একটা বিশাল পার্টির পরিকল্পনাও রয়েছে তাঁদের তরফ থেকে। পাশাপাশি, ১ ও ২ নভেম্বর বান্দ্রায় শাহরুখের বাড়ির বাইরে জড়ো হওয়ার পরিকল্পনাও রয়েছে।

প্রযোজনা সংস্থা রেড চিলিস এন্টারটেইনমেন্ট বলছে, জন্মদিনের ক্ষণ শুরু পর যেকোনো সময় এবারও মান্নাতের ছাদে শাহরুখের দেখা মিলবে।

প্রসঙ্গত, চলতি বছরের ২৫ জানুয়ারি মুক্তি পায় ‘পাঠান’। সিনেমাটির ব্লকবাস্টার সাফল্যে সুদিন ফেরান শাহরুখ। এরপর সেপ্টেম্বরে দক্ষিণী নির্মাতা অ্যাটলি কুমারের নির্মাণে মুক্তি পায় ‘জওয়ান’। মুক্তির প্রথম দিন থেকেই বক্স অফিসে ঝড় তোলে দুটি ছবি। তবে, চলতি বছর সবচেয়ে বেশি আয় করা হিন্দি সিনেমা ‘জওয়ান’।

এদিকে, আগামী ২১ ডিসেম্বর মুক্তির কথা রয়েছে শাহরুখের ‘ডানকি’ ছবিটির। আজই প্রকাশ পাচ্ছে টিজার।