গাজার জাবালিয়ায় শরণার্থী শিবিরে প্রথম এবং দ্বিতীয় ইসরায়েলি বোমা হামলার হতাহতের সংখ্যা এক হাজার ছাড়িয়েছে। এ ঘটনায় মৃত্যু বেড়ে ২০০ তে দাঁড়িয়েছে। এ ছাড়া নিখোঁজ রয়েছে আরও ১২০ জন এবং অন্তত ৭৭৭ জন আহত হয়েছে।
গাজার সরকারি সংবাদমাধ্যম সর্বশেষ প্রতিবেদন এ তথ্য জানিয়েছে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল–জাজিরার এক প্রতিবেদনে এসব খবর জানানো হয়।
জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস গত মঙ্গলবার ও বুধবার জাবালিয়ায় ইসরায়েলি হামলাকে ‘ভয়াবহ’ বলে বর্ণনা করেছেন। অন্যদিকে জাতিসংঘের মানবাধিকার হাই কমিশনার বলেছেন, এই ‘অসমানুপাতিক হামলা’ ‘যুদ্ধাপরাধ’ হতে পারে।
ইসরায়েল দাবি, হামাস কমান্ডারকে লক্ষ্য করে এই হামলা চালানো হয়েছে।
গত ৭ অক্টোবর গাজা উপত্যকায় ইসরায়েলে হামলা চালায় হামাস। এরপর থেকে গাজায় হামলা অব্যাহত রেখেছে ইসরায়েল।