জেলখানায় বিএনপি নেতাকর্মীদের দুর্দশা এখন চরমে উঠেছে। বিএনপির যে সমস্ত নেতা একসময় মন্ত্রী-সংসদ সদস্য ছিলেন তাদেরকেও ডিভিশন দেয়া হচ্ছে না বলে অভিযোগ করেছেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ।

বুধবার (১ নভেম্বর) সন্ধ্যায় এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন তিনি। বলেছেন, দিনের বেলায়ও কারাগারে বিএনপি নেতাদেরকে সেলের ভেতরে আটক রাখা হয়। সেখানে ভয়ংকর হয়রানির মধ্যে তারা দিন কাটাচ্ছে।

রিজভী আহমেদ বলেন, সকল মামলায় জামিন পাওয়ার পরেও জেলগেট থেকে পুনরায় গ্রেফতার এখন বিএনপি নেতাকর্মীদের ভাগ্যের লিখন হয়ে গেছে। এই সরকারের জুলুমের মাত্রার কোনো শেষ নেই। স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসকে গ্রেফতারের পর ৫ দিনের রিমান্ডে নেয়া হয়েছে। এটা সরাসরি তার ওপর সরকারি নিপীড়ণ।

তিনি আরও বলেন, কারাগারে অসুস্থ বিএনপি নেতাদের হাসপাতালের চিকিৎসা থেকে বঞ্চিত করা হচ্ছে। কারাগারে বিএনপি নেতাকর্মীদের নিপীড়ণ ও নির্যাতনের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।