জাতীয়তাবাদী যুবদল আয়োজিত যুব সমাবেশে যোগ দিতে রাজধানীর নয়াপল্টনে জড়ো হচ্ছেন নেতাকর্মীরা। নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি ও উন্নত চিকিৎসার জন্য বিদেশে পাঠানোর দাবিতে এক দফার যুগপৎ আন্দোলনের অংশ হিসেবে এ সমাবেশের করেছে সংগঠনটি।
সোমবার (১৬ অক্টোবর) দুপুর ২টায় নয়াপল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এ সমাবেশ অনুষ্ঠিত হবে।
এদিন দুুপর ১২টার পর থেকেই সমাবেশস্থলে মিছিল নিয়ে যোগ দিচ্ছেন নেতাকর্মীরা। এরই মধ্যে দেশের বিভিন্ন জেলা ও মহানগরের নেতাকর্মীরা উপস্থিত হয়েছেন।
সমাবেশস্থলে ব্যানার, ফেস্টুন, প্ল্যাকার্ড হাতে নিয়ে স্লোগান দিচ্ছেন বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা। ট্রাক দিয়ে অস্থায়ী মঞ্চ প্রস্তুত করা হয়েছে। আগত নেতাকর্মীদের উজ্জীবিত করতে সংগীত পরিবেশন করছেন শিল্পীরা।
সমাবেশের বিষয়ে ঢাকা মহানগর উত্তরের ৩৫ নং ওয়ার্ড যুব দলের আহ্বায়ক মো. ফেরদৌস সাইমন বলেন, ‘ঢাকাসহ সারাদেশের নেতাকর্মীরা নয়াপল্টনে সমবেত হয়েছি। এসব কর্মসূচি পালনের মধ্যদিয়ে সরকার পতনের আন্দোলন আরও ত্বরান্বিত হবে।’
যুবদলের সভাপতি সুলতান সালাহ উদ্দিন টুকুর সভাপতিত্বে ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম মিল্টনের সঞ্চালনায় সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, বাবু গয়েশ্বর চন্দ্র রায়। এছাড়াও বিএনপির সিনিয়র নেতারাসহ যুবদল শীর্ষ নেতারা বক্তব্য রাখবেন।
এদিকে সমাবেশকে কেন্দ্র করে নয়াপল্টন এলাকায় পুলিশের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা গেছে। যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে সতর্ক অবস্থানে রয়েছেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।