মহাসড়কে চলাচল নিষিদ্ধ হলেও, লালমনিরহাটে অবাধে চলছে তিন চাকার প্রায় ১০ হাজার যানবাহন।
ব্যাটারিচালিত রিকশা-ভ্যান, নসিমন-করিমনসহ অবৈধ এসব যানবাহনের কারণে, যানজটের পাশাপাশি বাড়ছে দুর্ঘটনা।
পথচারীরা বলছেন, এই অটোরিকশাগুলো রাস্তায় হঠাৎ ব্রেক করে আর মাইক্রোবাসের সঙ্গে ধাক্কা লাগে, বাড়ে দুর্ঘটনা।
আরেক পথচারী বলছেন, অনিয়ন্ত্রিতভাবে এসব যান চলাফেরা করে বেশি। এ ছাড়া অটোরিকশা-ইজিবাইকগুলোর মধ্যে ওভারটেকিংয়ের প্রবণতা বেশি দেখা যায়।
এ পরিস্থিতিতে সড়কে শৃঙ্খলা ফেরাতে নজরদারি এবং ভাম্যমাণ আদালতের কার্যক্রম চলছে বলে জানায় জেলা প্রশাসন।
লালমনিরহাট জেলা প্রশাসক মোহাম্মদ উল্যাহ বলেন, সড়কে শৃঙ্খলা ফেরাতে নজরদারি বাড়ানো হচ্ছে।
হবিগঞ্জেও প্রধান সড়কে ব্যাটারিচালিত ইজিবাইক ও অটোরিকশার দৌরাত্ম্যে বেড়েছে যানজট। স্কুল-কলেজ ও অফিসগামীদের পড়তে হচ্ছে দুর্ভোগে।
পৌরসভা এলাকায় নিবন্ধন ছাড়াই চলছে এ ধরনের ৫ হাজারের বেশি যানবাহন।