প্রথম ১৫টি ওভার স্বপ্নের মত কাটালো যেন আফগানিস্তান। কোনো উইকেট হারাতে হয়নি। রান তুলে ফেলেছে ১১০-এর বেশি। ইংল্যান্ডের মত দলের বিপক্ষে এমন স্বপ্নের শুরু কবে করতে পেরেছিলো আফগানরা!

কিন্তু এই সুখস্মৃতি খুব বেশিক্ষণ স্থায়ী হলো না। একে একে তিনটি উইকেট হারিয়ে ব্যাটিং বিপর্যয়েই পড়ে গেলো আফগানরা। তিন নম্বর ব্যাটার হিসেবে রানআউট হয়ে গেলেন দুর্দান্ত ব্যাটিং করতে থাকা রহমানুল্লাহ গুরবাজও।

১৯তম ওভারের পঞ্চম বলে হাশমতউল্লাহ শহিদি ব্যাট করছিলেন। আদিল রশিদকে ঠেলে দিয়েই দ্রুত একটি রান তুলতে যান তিনি। মিড উইকেটে ফিল্ডার ছিলেন ডেভিড উইলি। তিনি বল থ্রো করেন ব্যাটিংপ্রান্তে। বল ধরেই উইকেট ভেঙ্গে দেন জস বাটলার। সঙ্গে সঙ্গে শেষ হয়ে যায় ৫৭ বলে ৮০ রানের দুর্দান্ত একটি ইনিংস।

পরপর দুই বলে দুটি উইকেট হারিয়েই ব্যাকফুটে চলে গেলো আফগানিস্তান। লড়াইয়ে নিজেদেরকে চালকের আসনে নিয়ে আসলো ইংল্যান্ড। এ রিপোর্ট লেখার সময় আফগানিস্তানের রান ২১.৩ ওভার শেষে ৩ উইকেট হারিয়ে ১২৯। আজমতউল্লাহ ওমরজাই ব্যাট করছেন ৪ রান নিয়ে। তার সঙ্গী হাশমতউল্লাহ শহিদি ব্যাট করছেন ৩ রান নিয়ে।

টস হেরে ইংল্যান্ডের বিপক্ষে ব্যাট করতে নামার পর আফগানদের ঠিক ‘আফগানিস্তানে’র মতো মনে হচ্ছিল না। এই মাঠে শ্রীলঙ্কার বিপক্ষে দক্ষিণ আফ্রিকা যেভাবে বোলারদের পিটিয়েছিলো, ঠিক তেমনটাই মনে হচ্ছিলো রহমানুল্লাহ গুরবাজ এবং ইবরাহিম জাদরানের ব্যাটিংয়ে।

শেষ পর্যন্ত এই দু’জনের উদ্বোধনী জুটি ভাঙতে সক্ষম হলেন ইংলিশ লেগ স্পিনার আদিল রশিদ। ১১৪ রানের বিশাল জুটি গড়ার পর বিচ্ছিন্ন হলেন গুরবাজ এবং ইব্রাহিম। আদিল রশিদকে মিডউইকেটের ওপর দিয়ে মেরে বাউন্ডারি আদায় করতে চেয়েছিলেন ইবরাহিম। কিন্তু শর্ট মিডউইকেটে সরাসরি জো রুটের হাতে ধরা পড়েন তিনি। ৪৮ বলে ২৮ রান করে আউট হলেন ইবরাহিম।

দিল্লির ফিরোজ শাহ কোটলা স্টেডিয়াম (বর্তমানে অরুন জেটলি স্টেডিয়াম)- রীতিমত রান বন্যার একটি মাঠ। এই মাঠেই শ্রীলঙ্কার বিপক্ষে বিশ্বকাপে সর্বোচ্চ ৪২৮ রানের রেকর্ড গড়েছিলো দক্ষিণ আফ্রিকা। জবাবে শ্রীলঙ্কাও করেছিলো ৩২৬ রান।

সেই মাঠেই টস জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নিয়ে কী ভুলই করে ফেললেন ইংল্যান্ড অধিনায়ক জস বাটলার? প্রতিপক্ষ আফগানিস্তান বলে হিসাব-নিকাশে কী কোনো ভুল করে ফেললেন তিনি?

কারণ, টস হারের পর আফগান অধিনায়ক হাশমতউল্লাহ শহিদি বলেছিলেন, তাদের লক্ষ্য ৩০০’র বেশি রান তোলা। অধিনায়কের কথামত বড় স্কোরের দিকেই এগিয়ে চলছে আফগানিস্তান। দুই ওপেনার রহমানুল্লাহ গুরবাজ এবং ইবরাহিম জাদরান মিলে তুমুল ঝড় তুলে দিয়েছে ভারতের রাজধানীতে।

দুই ওপেনারের ঝোড়ো ব্যাটিংয়ের ওপর ভর করে ১২.৪ ওভারেই (৭৬ বল) দলীয় শতরানে পৌঁছে যায় আফগানিস্তানের স্কোর। এর মধ্যে কোনো উইকেট হারায়নি তারা।