রাজনৈতিক সহিংসতায় জড়িতদের জবাবদিহির মধ্যে নিয়ে আসাসহ পাঁচ দফা সুপারিশ করেছে যুক্তরাষ্ট্রের প্রাক-নির্বাচন পর্যবেক্ষক দল। একই সঙ্গে অংশগ্রহণমূলক নির্বাচন আয়োজনে পরিমিত রাজনৈতিক বক্তৃতা, সংলাপ আয়োজনের সুপারিশ করেছেন তারা।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের পূর্ব পরিস্থিতি যাচাই করতে ঢাকায় আসা যুক্তরাষ্ট্রের প্রাক-নির্বাচন পর্যবেক্ষক দল রোববার (১৫ অক্টোবর) এ সুপারিশ করেছে। ইন্টারন্যাশনাল রিপাবলিকান ইনস্টিটিউট (আইআরআই) এবং ন্যাশনাল ডেমোক্রেটিক ইনস্টিটিউট (এনডিআই) যৌথ বিবৃতিতে এ সুপারিশ তুলে ধরে।