হাইভোল্টেজ ম্যাচে মুখোমুখি ভারত-পাকিস্তান। আহমেদাবাদে টস জিতে বোলিংয়ে ভারত। আগে ব্যাটিংয়ে নেমে বেশ সাবধানী শুরু করেছে পাকিস্তান। উইকেট না পেলেও বেশ আঁটসাঁট বোলিং করছে রোহিত শর্মার ভারত। তবে, উইকেটের খোঁজে স্বাগতিক বোলাররা।
ভারত-পাকিস্তানের লড়াইটা চিরকালই ভারতের দুর্দান্ত ব্যাটিং লাইনআপ বনাম পাকিস্তানের গতিময় বোলিং আক্রমণের। এমন ম্যাচে ভারতের একাদশে এসেছেন ব্যাটার শুভমান গিল। আজকের ম্যাচ দিয়ে বিশ্বকাপে অভিষেক হচ্ছে তরুণ এই তারকার। তাকে জায়গা করে দিতে বাদ পড়েছেন ইশান কিশান। বোলিংয়ে তিন পেসার ও দুই স্পিনার নিয়ে পাকিস্তানের মোকাবিলা করবে ভারত।
অন্যদিকে, পাকিস্তান নেমেছে অপরিবর্তিত একাদশ নিয়ে। দুই ম্যাচের উইনিং কম্বিনেশন ভাঙেনি তারা।