বৈশ্বিক উদ্ভাবনী সূচক বা গ্লোবাল ইনোভেটিভ ইনডেক্সে (জিআইআই) সূচক প্রকাশ করা হয়েছে। এতে আরও তিন ধাপ অবনতি হয়েছে বাংলাদেশের। এ ছাড়া সূচকে বাংলাদেশকে পেছনে ফেলে গেছে শ্রীলঙ্কা ও পাকিস্তান।
জাতিসংঘের ওয়ার্ল্ড ইন্টেলেকচুয়াল প্রোপার্টি অর্গানাইজেশন (ডব্লিউআইপিও) ১৩২টি দেশ নিয়ে ৮০টি নির্দেশকের ওপর ভিত্তি করে প্রকাশ করেছে বৈশ্বিক উদ্ভাবনী সূচক। বিভিন্ন দেশের অর্থনৈতিক উদ্ভাবনের ওপর ভিত্তি করে এ সূচক প্রকাশ করা হয়।
সূচকে বাংলাদেশের অবস্থান দাঁড়িয়েছে ১০৫তম অবস্থানে। যা আগে ছিল ১০২তম অবস্থানে। বেসরকারি খাতে ঋণের সম্প্রসারণ এবং অভ্যন্তরীণ শিল্পের বহুমুখীকরণ অন্যান্য দেশের তুলনায় পিছিয়ে যাওয়ায় সূচকে বাংলাদেশের অবস্থান নেমে গেছে। এর আগে ২০২৮ সাল থেকে ২০২১ সাল পর্যন্ত বাংলাদেশের অবস্থান ছিল ১১৬তম অবস্থানে। ১০০ পয়েন্টের ভিত্তিতে এ সূচকটি তৈরি করা হয়। এতে ৬৭ দশমিক ছয় পয়েন্ট পেয়ে প্রথম স্থান দখল করেছে সুইজারল্যান্ড। এ নিয়ে ১৩ বারের মতো প্রথম অবস্থান দখল করেছে দেশটি। এ ছাড়া দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ ও পঞ্চম স্থানে রয়েছে সুইডেন, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও সিঙ্গাপুর।