বিশ্বকাপ নিয়ে বিস্ফোরক মন্তব্য করলেন তামিম ইকবাল। আজ বুধবার নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক ভিডিও বার্তায় তামিম বলেন, তাঁকে বিশ্বকাপের দল থেকে বাদ দেওয়া নিয়ে যা হয়েছে, তা ‘ইনটেনশনাল’। তামিমের দাবি, “আমাকে জোর করে করে অনেক জায়গায় বাধা দেওয়া হচ্ছে।’
ভিডিও বার্তায় তামিম মন্তব্য করেন বিশ্বকাপে ৫টি ম্যাচে খেলার গুঞ্জন নিয়েও। তিনি বলেন, ‘ফিজিও রিপোর্টে কী ছিল বলছি। আমার অবস্থা বলা হয়েছে। প্রথম ম্যাচের পর এমন ব্যথা হয়েছে, দ্বিতীয় ম্যাচের পর এমন ব্যথা হয়েছে। আর আজকের দিনের হিসেবে, ২৬ তারিখের ম্যাচের জন্য সে প্রস্তুত। কিন্তু মেডিক্যাল বিভাগ মনে করে, যদি বিশ্রাম নেই, ২৭ তারিখ আমাদের দেশ ছাড়ার কথা, ২৮ তারিখ প্র্যাকটিস। এখন যদি আমি বিশ্রাম নেই, এবং বিশ্বকাপের প্রথম ম্যাচের আগে দ্বিতীয় প্রস্তুতি ম্যাচ খেলি তাহলে আমার পর্যাপ্ত পুনর্বাসন হয়ে যাবে। সব মিলিয়ে ১০ সপ্তাহের পুনর্বাসন হয়ে যাবে। তাহলে আমি খুব ভালো অবস্থায় থাকব।’
তামিম বলেন, ‘এটাই ছিল রিপোর্টে। কোনো জায়গায় বলা হয়নি পাঁচ ম্যাচ বা দুই ম্যাচ বা ইনজুরি বা খেলতে পারব না। এমন কিছু না। আমার শরীরে ব্যথা ছিল, এটা আমি অস্বীকার করছি না। সংবাদ সম্মেলনেও বলেছি।’
তামিমের দাবি, বিশ্বকাপে দলের সঙ্গে তাঁর না যাওয়ার পেছনে পাঁচ ম্যাচ খেলা বা ইনজুরির কোনো বিষয় নেই।