ঝালকাঠি সদরে একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে ১৩ জন নিহত হয়েছেন। শনিবার (২২ জুলাই) সকালে এ দুর্ঘটনা ঘটে।ঝালকাঠি জেলা পুলিশ সুপার আফরুজুল হক টুটুল বলেন, এ পর্যন্ত ১৩ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। ১৭ জনকে আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। তাদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।