বিএনপির মহাসচিব মির্জা ফখরুলকে মীর জাফরের সঙ্গে তুলনা করেছেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজম। তিনি বলেন, মীর জাফর যেমন বিশ্বাস ঘাতকতা করেছে, তেমনি আজ তিনি (ফখরুল) দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বকে বিদেশিদের হাতে তুলে দেওয়ার চক্রান্তে লিপ্ত।
বুধবার (১২ জুলাই) রাজধানীর বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে আওয়ামী লীগের শান্তি সমাবেশে তিনি এ কথা বলেন।
আজম বলেন, বিএনপি অতীতের আন্দোলনে ব্যর্থ হয়ে এখন এক দফার ঘোষণা দিচ্ছে। এদের প্রতিহত করার জন্য আওয়ামী লীগের সারাদেশের নেতাকর্মীরা প্রস্তুত। আমরা আাগামী দিনে শেখ হাসিনাকে আবারও জয়যুক্ত করবো, ইনশাআল্লাহ।
সমাবেশের প্রধান অতিথি আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি আবু আহমেদ মন্নাফীর সভাপতিত্বে এতে বক্তব্য রাখছেন দলটির সাংগঠনিক সম্পাদক এসএম কামাল হোসেন, সুজিত রায় নন্দী, ঢাকা দক্ষিণ সিটির মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নুর তাপস, উত্তর সিটির মেয়র আতিকুল ইসলাম, আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক আব্দুস সোবহান গোলাপসহ শীর্ষ নেতারা।