বিএনপি এক দফার নামে মানুষ খুনের দফায় নেমেছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া।
বুধবার (১২ জুলাই) বিকেল সাড়ে ৩টায় বায়তুল মোকাররম মসজিদের দক্ষিণ গেটে আয়োজিত শান্তি সমাবেশে এ মন্তব্য করেন তিনি। ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ আওয়ামী লীগ এ শান্তি সমাবেশ করছে।

‘বিএনপি-জামায়াতের সন্ত্রাস, জঙ্গিবাদ, নৈরাজ্য, অপরাজনীতি ও অব্যাহত দেশবিরোধী ষড়যন্ত্রের বিরুদ্ধে’ শান্তি সমাবেশে প্রধান অতিথি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

বিএনপি মানুষ খুনের দফায় নেমেছে: বিপ্লব বড়ুয়া
বিপ্লব বড়ুয়া বলেন, আজ আমরা যেখানে শান্তি সমাবেশ করছি, ঠিক সেই সময় এখান থেকে দুই কিলোমিটার দূরে একটি দেশবিরোধী শক্তি তথাকথিত এক দফা ঘোষণা করছে। তাদের এক দফা হলো মানুষ খুনের এক দফা।

তিনি বলেন, আজ বিএনপি ক্ষমতা দখলে বেপরোয়া হয়ে গেছে। তারা সংবিধান মানে না, গণতন্ত্র মানে না। তারা নির্বাচন মানে না। তারা খুনের মধ্য দিয়ে ক্ষমতা দখল করতে চায়। তা কখনো হতে দেওয়া হবে না।