পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ফেসবুকের বন্ধুদের ঈদের আমন্ত্রণ জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম। রোববার (২৫ জুন) বিকেলে ফেসবুকে স্ট্যাটাস দিয়ে এ আমন্ত্রণ জানান তিনি।
শাহরিয়ার আলমের ফেসবুক স্ট্যাটাসটি হুবহু তুলে ধরা হলো:
ফেসবুকের বন্ধুদের আমন্ত্রণ রইলো ঈদের ছুটিতে আমার নির্বাচনী এলাকায় (২৮ জুন থেকে ১ জুলাই) ঘুরে আসার।
সম্ভাব্য অর্জন বা বিবেচনার বিষয় হতে পারে,
১। আমার আড়ানীর বাসায় থাকা-খাওয়া ফ্রি!
২। আম পাড়া ও খাওয়া ফ্রি!
৩। আত্মীয়-বন্ধুদের জন্য অন্তত এক ঝুড়ি আম নিয়ে আসা ফ্রি!
৪। গ্রামগুলো এবং দর্শনীয় স্থানগুলো ঘুরে দেখা।
৫। নদী ও চর ঘুরে দেখা।
৬। শেখ হাসিনার দায়িত্বকালীন, বিশেষ করে গত তিন দফার ধারাবাহিকতায় গ্রামের জীবনযাত্রার পরিবর্তন স্বচক্ষে অনুধাবন করা।
একটাই শর্ত। অভিজ্ঞতাটুকু আমার সাথে শেয়ার করতে হবে। চাইলে পাবলিকলিও শেয়ার করতে পারেন।