দ্বিতীয় ধাপে দেশে ফিরলেন সুদানে আটকা পড়া আরও ৫২ বাংলাদেশি। আজ বৃহস্পতিবার সকালে জেদ্দা থেকে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে ঢাকায় পৌঁছান তারা।

এখনো জেদ্দায় রয়েছেন ৪২৬ জন বাংলাদেশি। আগামী শনিবার নাগাদ আরও দুটি ফ্লাইটে তাদের দেশে পাঠানো হবে।

স্থানীয় সময় গতকাল বুধবার ভাড়া করা তিনটি উড়োজাহাজে পোর্ট সুদান থেকে জেদ্দায় নেওয়া হয় ৪৭৮ জন বাংলাদেশিকে। আটকা পড়া প্রবাসীদের উদ্ধারে নিজেদের খরচে চারটি উড়োজাহাজ ভাড়া করে বাংলাদেশ।

জেদ্দা থেকে বাংলাদেশে পাঠাতে বিমানের নিয়মিত ফ্লাইটের পাশাপাশি একটি চার্টার্ড ফ্লাইটও ব্যবহার করা হচ্ছে। এর আগে প্রথম ধাপে গত সোমবার বাংলাদেশে ফেরে ১৩৫ জন বাংলাদেশি।