নিখোঁজের ৩ দিন পর এক কলেজছাত্রের মরদেহ উদ্ধার করেছে খিলক্ষেত থানা পুলিশ। গতকাল শনিবার দুপুরে রাজধানীর খিলক্ষেতের ডুমনি এলাকার ডোবা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত কলেজছাত্রের নাম ইকরাম মোল্লা। ইকরাম রাজধানীর তেঁজগাও কলেজের স্নাতক প্রথম বর্ষের শিক্ষার্থী ছিলেন।
পুলিশ জানিয়েছে, ইকরামের শরীরে একাধিক আঘাতের চিহ্ন রয়েছে। গত বৃহস্পতিবার রাত থেকে নিখোঁজ ছিলেন ইকরাম।
পুলিশ বলছে, ঘাতকেরা তাকে হত্যার পর ডুমনি এলাকার বালুর মাঠের পাশের ডোবায় ফেলে কচুরীপানা দিয়ে ঢেকে রাখে। স্থানীয় এক যুবকের সঙ্গে বিরোধের জেরেই তাকে হত্যা করা হয়েছে বলে ধারণা পুলিশের।
খিলক্ষেত থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী শাহান হক বলেন, ঘটনাটি তদন্ত করা হচ্ছে। মরদেহ ময়নাতদন্তের জন্য শহীদ সোহ্রাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
এদিকে ইকরামের স্বজনেরা আসামিদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে।