ফ্রান্সে মে দিবসে বিক্ষোভকারীদের সাথে সংঘর্ষে অন্তত ১০৮ পুলিশ আহত হয়েছেন। দেশটিতে কোনো বিক্ষোভে এত বিপুলসংখ্যক পুলিশের আহত হওয়ার এমন ঘটনা বিরল বলে জানিয়েছে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়।
যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে এমনটি জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাঁক্রোর বিতর্কিত পেনশন সংস্কার বিলের প্রতিবাদে গতকাল সোমবার রাজধানী প্যারিসসহ ফ্রান্সের বিভিন্ন স্থানে বিক্ষোভ করেন কয়েক লাখ মানুষ।অধিকাংশ শহরের বিক্ষোভ শান্তিপূর্ণ হলেও কয়েকটি স্থানে পুলিশকে লক্ষ্য করে পেট্রোল বোমা ও আতশবাজি নিক্ষেপ করে আন্দোলনকারীরা।
বিক্ষোভকারীদের দমাতে জলকামান, টিয়ার গ্যাস ও স্মোক বোমা ব্যবহার করে পুলিশ। এই ঘটনায় বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে ২৯১ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
এক টুইট বার্তায় দেশটির প্রধানমন্ত্রী এলিজাবেথ বর্ন বলেছেন, এই ধরনের সহিংসতা অগ্রহণযোগ্য।