বাদাম খেয়েই পানি পান করলে কী হয়? desk report২০২৩-০৪-৩০T১২:২০:২৭+০০:০০এপ্রিল ৩০, ২০২৩|লাইফস্টাইল, স্বাস্থ্য সেবা| View Larger Image বাদাম খাওয়ার পর পানি পান করা উচিত নয়। বিশেষ করে চিনা বাদাম খাওয়ার পরে। এমন কথা আমরা প্রায়ই শুনে থাকি।তবে এর পেছনের কারণটা হয়তো খতিয়ে দেখা হয়নি বা জানা নেই। বাদাম খাওয়ার পর পানি পান করলে আসলে কি হয়? চিকিৎসকরা বলছে, চিনা বাদাম শরীর গরম করে। বাদাম খেলে শরীরে যে তাপ উৎপন্ন হয়, পানি তা ঠাণ্ডা করে দেয়। ফলে বাদাম খেতে খেতে পানি খেলে সর্দি-গরমও লেগে যেতে পারে। এছাড়া বাদামে প্রচুর তেল থাকে। তাই এটি খাবার পর পানি পান করলে খাদ্যনালীতে ফ্যাট জমা হয়। ফলে কাশি হতে পারে। বাচ্চারা বাদাম খাওয়ার পর পানি পান করলে হজমে সমস্যা হয়। অনেক সময় বাদামে অ্যালার্জির কারণে গলায় চুলকানির সমস্যাও হতে পারে। এমন অবস্থায় পানি পান করলে পরিস্থিতি আরও খারাপ হয়ে পাড়ে। বিশেষজ্ঞরা জানাচ্ছেন, যদি পানি খেতেই হয় তা হলে অন্তত ১৫ মিনিট অপেক্ষা করা ভালো। শেয়ার করুন FacebookTwitterLinkedInWhatsAppEmail Related Posts ডায়াবেটিস রোগীদের চোখে যেসব সমস্যা হতে পারে অক্টোবর ১৬, ২০২৩ | ০ Comments প্রস্রাবে দুর্গন্ধ কঠিন যে রোগের ইঙ্গিত দেয় অক্টোবর ১৬, ২০২৩ | ০ Comments এখনই ঠোঁট ফাটছে? যা করবেন অক্টোবর ১৬, ২০২৩ | ০ Comments কোন কোন কাজের আগে ও পরে হাত ধোয়া জরুরি? অক্টোবর ১৬, ২০২৩ | ০ Comments