টাঙ্গাইলের ধনবাড়ীতে বাসচাপায় অটোরিকশা ৪ যাত্রী নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় ২ জন আহত হয়েছে। রোববার দুপুরে উপজেলার বাঘীল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, বাঘীল উচ্চ বিদ্যালয়ের ৭ শ্রেণির শিক্ষার্থী রশ্মি ও বিথী, গোপালপুরে হাদিরা এলাকার মোস্তফা, নরিল্লা বাঘিল এলাকার হাকিম। এ ঘটনায় বিক্ষুব্ধ স্থানীয়রা টাঙ্গাইল-জামালপুর সড়ক অবরোধ করে রাখে।

এ ব্যাপারে ধনবাড়ী থানার ওসি এইচ এম জসীম উদ্দিন বলেন, জামালপুর থেকে ছেড়ে আসা ঢাকাগামী টিএস পরিবহন একটি বাস ঘটনাস্থলে অটোরিকশা ও ভ্যানকে চাপা দেয়। এতে অটোরিকশার ২ যাত্রী নিহত এবং ৪ জন আহত হয়। আহতদের মধ্যে ২ জনকে মধুপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে একজনের মৃত্যু হয়।

অপর ২ জনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে রাস্তায় একজনের মৃত্যু হয়। দুর্ঘটনা কবলিত গাড়ি, অটোরিকশা ও ভ্যান উদ্ধার করে থানায় নিয়ে যাওয়া হচ্ছে।