চট্টগ্রামের দেওয়ানহাট ব্রিজের নিচে বাঁশ ও টায়ারের স্তূপে লাগা আগুন দেড় ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিসের কর্মীরা। এর আগে শনিবার দুপুর ১২টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুন নিয়ন্ত্রণে কাজ করেছে ফায়ার সার্ভিসের ১২টি ইউনিট।
এদিকে আগুনের কারণে চট্টগ্রামের সাথে সারা দেশের রেল চলাচল সাময়িক বন্ধ রাখার পর তা আবারও চালু করেছে রেল কর্তৃপক্ষ।
স্থানীয়রা জানায়, ব্রিজের নিচ থেকে ধোঁয়া দেখতে পান তারা। মুহূর্তেই আগুন লাগে ব্রিজের নিচে স্তুপ করা গাড়ির টায়ার ও বাঁশের স্তুপে। খবরে পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়। পরে আরও সাতটি ইউনিট পৌঁছে আগুন নিয়ন্ত্রণে যোগ দেয়।
তবে, তাৎক্ষিকভাবে আগুন লাগার কারণ জানা যায়নি এখনও।