রাজধানীর যাত্রাবাড়ীর হানিফ ফ্লাইওভারে টোল প্লাজার পাশে মোটরসাইকেল নিয়ে যাওয়ার সময় বাসের ধাক্কায় মো. সাব্বির খান (২৫) নামে এক যুবক নিহত হয়েছেন।
বুধবার (২৬ এপ্রিল) দিনগত রাত সাড়ে ১২টার দিকে এই দুর্ঘটনা ঘটে। গুরুতর অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় রাত সোয়া ১টার দিকে তার মৃত্যু হয়।
যাত্রাবাড়ী থানার উপ-পরিদর্শক (এসআই) মো. আসাদুজ্জামান জানান, আমরা খবর পেয়ে হানিফ ফ্লাইওভারে টোল প্লাজার পাশ থেকে গুরুতর অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলের জরুরি বিভাগে নিয়ে আসলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
তিনি আরও জানান, ওই যুবক মোটরসাইকেল চালিয়ে টিএসসি থেকে যাত্রাবাড়ীর নিজ বাসায় যাওয়ার সময় দ্রুতগামী একটি বাস ধাক্কা দেয়।