আর্থিক অনিয়মের দায়ে নিষিদ্ধ হয়েছেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সাধারণ সম্পাদক আবু নাঈম সোহাগ। তার জায়গায় বাফুফের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্ব পেলেন কাজী সালাহউদ্দিনের ব্যক্তিগত সহকারী ইমরান হোসেন তুষার।

সোমবার বাফুফের জরুরি সভা শেষে একথা জানান ফেডারেশনের সভাপতি। এছাড়া দুর্নীতি তদন্তে ৭ সদস্যের কমিটি গঠন করেছে বাফুফে। কমিটি ৩০ দিনের মধ্যে রিপোর্ট জমা দেবে।

এছাড়া আগামী দুই বছর ফুটবল সংশ্লিষ্ট সব ধরনের কর্মকাণ্ড থেকে বিরত থাকার পাশাপাশি প্রায় ১২ লাখ টাকা জরিমানাও করেছে বৈশ্বিক ফুটবলের নিয়ন্ত্রক সংস্থাটি।

আর্থিক অসংগতির অভিযোগে গেলো শুক্রবার দুই বছরের জন্য আবু নাঈম সোহাগকে নিষিদ্ধ করে বিশ্ব ফুটবলের সবোচ্চ সংস্থা ফিফা। এর পর থেকেই সাধারণ সম্পাদক পদ শূন্য।

এদিকে অভিযোগের তদন্ত কমিটিতে চার সহ-সভাপতি সালাম মুর্শেদী, ইমরুল হাসান, আতাউর রহমান মানিক ও কাজী নাবিলের সবাই আছেন।