লক্ষ্মীপুরে সড়ক ও জনপথ বিভাগের আবাসিক স্টাফ কোয়ার্টার থেকে মমতাজ বেগম নামে এক নারীর বিবস্ত্র অবস্থায় কয়েক খন্ডিত লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার দিবাগত রাত ২টার দিকে বিবস্ত্র অবস্থায় ওই নারীর কয়েক খন্ডিত লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠায় পুলিশ।

নিহত মমতাজ বেগম লক্ষ্মীপুর সদর উপজেলা কুশাখালী ইউনিয়নের মৃত আব্দুল মতিনের স্ত্রী।

পুলিশ ও স্থানীয়রা জানায়, নিহত ওই নারীর স্বামী আবদুল মতিন এক সময়ে সড়ক বিভাগে চাকুরী করতেন। সে সুবাদে স্টাফ কোয়াটারে দুই ছেলেকে নিয়ে বসবাস করতেন ওই নারী। তার স্বামী মারা যাওয়ার পর বড় ছেলে শরিফুল ইসলাম বাপ্পী মাষ্টার রোলে সড়ক ও জনপথ বিভাগে কাজ করে আসছেন। রাতে তার বড়ছেলে শরিফুল ইসলাম বাপ্পি বাসায় ফিরে দেখে তার মায়ের কয়েকখন্ড লাশ পড়ে আছে।

পরে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। রাত দুইটার দিকে পুলিশ এসে নিহত মমতাজ বেগমের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠায়। ওই নারীকে পরিকল্পিতভাবে হত্যা করে লাশ কয়েক খন্ড করে দূর্বৃত্তরা। জড়িতদের চিহিৃত করে দ্রুত গ্রেপ্তারের দাবী জানান স্থানীয়রা।

লক্ষ্মীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা, মোসলেহ উদ্দিন বলেন, লক্ষ্মীপুর সড়ক ও জনপদ বিভাগের স্টাফ কোয়ার্টারে ভিতরে এক নারীর বিবস্ত্র অবস্থায় কয়েক খন্ডিত লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এটি একটি নৃশংস হত্যাকান্ড।

জড়িতদের চিহিৃত করে গ্রেপ্তারের অভিযান চলছে। এ বিষয়ে মামলার প্রস্তুুতিও চলছে। পারিবারিক বিষয় বা অন্য কোন কারনে এই হত্যাকান্ডের ঘটনা ঘটেছে কিনা সে বিষয়ে তদন্ত করা হচ্ছে। দ্রুত আসামীদের গ্রেপ্তার করা হবে বলে জানান তিনি।