অর্থ লেনদেনের ভিডিও ফাঁসের ঘটনায় রংপুরের পীরগঞ্জ থানার ওসি জাকির হোসেনকে প্রত্যাহার করে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে। সোমবার বিকালে তাকে প্রত্যাহার করা হয়।
ঈদের পরদিন, রোববার পীরগঞ্জ থানার ওসি জাকির হোসেনকে এক ব্যক্তি দেড় লাখ টাকা ঘুষ দিচ্ছেন এ ধরনের একটি ভিডিও ফাঁস হলে বিষয়টি আমলে নিয়ে তদন্ত শুরু করে জেলা পুলিশ।
পরে প্রাথমিক সত্যতা পাওয়ায় সোমবার সন্ধ্যায় তাকে প্রত্যাহার করেন পুলিশ সুপার। এরপর তাকে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়।
এ ঘটনায় একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। প্রতিবেদনের পর পদক্ষেপ নেওয়ার কথা জানিয়েছেন পুলিশ সুপার ফেরদৌস আলী চৌধুরী। তিনি বলেন, তদন্ত প্রতিবেদনের পর পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।
এ ব্যপারে ওসি জাকির হোসেনের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি।