সিটি কর্পোরেশনের কাছে নিউ সুপার মার্কেট বুঝিয়ে দিয়েছে ফায়ার সার্ভিস। আগুনের কারণ অনুসন্ধানে আলামত সংগ্রহ করেছে সিআইডির ক্রাইম সিন ইউনিট।
মালিক সমিতি বলছে, ১২শ দোকানের মধ্যে পুড়ে ছাই হয়েছে ৫শ দোকান। এরই মধ্যে শুরু হয়েছে ক্ষতিগ্রস্তদের তালিকা তৈরির কাজও। এদিকে, নিউ সুপার মার্কেটে আগুনের ঘটনা তদন্তে ৯ সদস্যের কমিটি গঠন করেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন।
নিউ সুপার মার্কেটের ব্যবসায়ী ঈশিতা আক্তার। একযুগেরও বেশি সময় ধরে ব্যবসা করছেন তিনি। শনিবারের আগুন পুড়ে ছাই হয়েছে স্বপ্ন। ঈদের আগে ঋণের টাকায় দুই দোকানে তুলে ছিলেন পণ্য। ঋণ করে পণ্য তুলেছিলেন ঈশিতার মতো এই মার্কেটের আরও অনেক ব্যবসায়ী।
রাজধানীর যেসব মার্কেটে গভীর রাত পর্যন্ত বেচাকেনা চলে তারই একটি এই নিউ সুপার মার্কেট। তাই অনেক ব্যবসায়ী গভীর রাতে টাকা বাসায় না নিয়ে রেখেছিলেন দোকানে। রোববার টাকার বদলে খুঁজে পেয়েছেন ছাই।
ভয়াল আগুনে মালিক নিঃস্ব হওয়ায় হতাশ দোকান কর্মচারীরাও। এদিকে, আগুন লাগার কারণ অনুসন্ধানে মার্কেট থেকে আলামত সংগ্রহ করেছে সিআইডির ক্রাইম সিন ইউনিট।
সম্প্রতি একের পর এক বিভিন্ন মার্কেটে আগুন বা বিস্ফোরণের ঘটনায় আতঙ্কিত ব্যবসায়ীরা। সর্বশেষ ঈদের কয়েকদিন আগে নিউ সুপার মার্কেটের আগুনেও নিঃস্ব হলেন অনেক ব্যবসায়ী।এখন ঘুরে দাড়াতে সাহায্যের পাশাপাশি তারা চাইছেন এসব ঘটনার সুষ্ঠু তদন্ত।