রাজধানীর নিউ মার্কেটে সকাল থেকে ফায়ার সার্ভিসের ৩টি ইউনিট কাজ করছে। বিভিন্ন দোকানে পানি ছিটানোর পাশাপাশি চলছে পুড়ে যাওয়া পণ্য সরিয়ে নেওয়ার কাজ। তবে এখন নিউ সুপার মার্কেটে নতুন করে বড় কোনো দুর্ঘটনার আশঙ্কা নেই বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।
সংস্থাটি জানিয়েছে, মার্কেট ভবনে এখন তুষের আগুনের মতো জ্বলছে। শনিবার রাতে নিউ মার্কেটে অগ্নিকাণ্ডের সবশেষ পরিস্থিতি নিয়ে ব্রিফিংয়ে এসব তথ্য দেন ফায়ার সার্ভিসের উন্নয়ন প্রশিক্ষণ বিষয়ক পরিচালক রেজাউল করিম।
তিনি জানান, মার্কেটটির দ্বিতীয় ও তৃতীয় তলার প্রতিটি দোকানে তল্লাসি অব্যাহত রয়েছে। তবে, দোকানগুলো তালাবদ্ধ থাকায় উদ্ধার কাজে বেগ পেতে হচ্ছে। তিনি জানান, ভবনের ফলস সিলিং ও নির্বাচনি ব্যানারের কারণে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে।
ফায়ার সার্ভিসের ১২টি ইউনিট সারারাত আগুন নির্বাপণে কাজ করবে। এদিকে, শ্বাসনালিতে প্রদাহের কারণে হাসপাতালে ভর্তি আছেন ফায়ার সার্ভিসের ২৪ সদস্য।
শনিবার ভোর ৫টা ৪০ মিনিটের দিকে এই আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ২৮টি ইউনিট, বিজিবির ১২ প্লাটুনসহ অন্যান্য বাহিনীর সদস্যরা।