দিনাজপুরের বিরামপুরে নাবিল পরিবহনের কোচের সাথে পিকআপের মুখোমুখি সংঘর্ষে দুই গাড়ির চালক নিহত হয়েছে। এসময় আহত হয়েছে কমপক্ষে ১২জন। আহতদের ৫জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
রোববার সকাল ৭টার দিকে দিনাজপুর-গোবিন্দগঞ্জ সড়কের বিরামপুর উপজেলার বিজুল নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- কোচ চালক রব্বানী। তার বাড়ি দিনাজপুরের বীরগঞ্জে। আর পিকঅ্যাপ চালক আজাদ। তার বাড়ি ব্রাক্ষণবাড়িয়া জেলায়।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে বিরামপুর থানার ওসি (তদন্ত) মো. মমিনুল ইসলাম জানান, নাবিল পরিবহনের কোচটি ঢাকা থেকে দিনাজপুর আসছিল। গোবিন্দগঞ্জ অভিমুখি সবজি বোঝাই পিকআপটি বিজুল নামক স্থানে পৌছালে দুটি গাড়ির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই কোচ চালক রব্বানী এবং পিকঅ্যাপ চালক আজাদ নিহত হয়। এসময় আহত হয় ১২ জন কোচ যাত্রী।
পরে ফায়ার সার্ভিস কর্মীরা আহতদের উদ্ধার করে বিরামপুর উপজেলা হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক ৫ জনকে রংপুর ও দিনাজপুর মেডিকেলে রেফার্ড করে এবং অন্যদের প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয় বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।