চীন তাইওয়ানের বিরুদ্ধে যুদ্ধ শুরুর প্রস্তুতি নিচ্ছে বলে অভিযোগ করেছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী জোসেফ উ। মার্কিন সংবাদমাধ্যম সিএনএনকে দেওয়া এক সাক্ষাৎকারে এ অভিযোগ তুলেছেন জোসেফ উ।
তাইওয়ানের পররাষ্ট্রমন্ত্রী বলেন, চীনের সামরিক মহড়া দেখলেই বোঝা যায়, তারা তাইওয়ানের বিরুদ্ধে যুদ্ধ শুরুর প্রস্তুতি নিচ্ছে। সংঘাত মোকাবিলায় শান্তিপূর্ণ কৌশল গ্রহণ জাতিসংঘ সনদের মূল ভিত্তি। কিন্তু চীন এটি মানছে না।
জোসেফ উ জানান, তাইওয়ান যুক্তরাষ্ট্রের কাছ থেকে অস্ত্র কিনছে। সম্প্রতি তাইওয়ানে অস্ত্রের নয়টি চালানের ঘোষণা দিয়েছে বাইডেন প্রশাসন। তাইওয়ান সামরিক প্রশিক্ষণ জোরদার করেছে। তবে অস্ত্র বা সামরিক সরঞ্জামের চেয়ে দৃঢ়তা বেশি গুরুত্বপূর্ণ।
তাইওয়ানের পররাষ্ট্রমন্ত্রী আশা প্রকাশ করে বলেন, আশা করি, সামরিক সহায়তায় যুক্তরাষ্ট্রকে পাশে পাবে তাইওয়ান।
সম্প্রতি চীনের হুঁশিয়ারি উপেক্ষা করে তাইওয়ানের প্রেসিডেন্ট সাই ইং ওয়েন যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় প্রতিনিধি পরিষদের স্পিকার কেভিন ম্যাকার্থির সঙ্গে বৈঠক করেন। এতে আরও ক্ষুব্ধ হয় চীন। তাইওয়ানকে ঘিরে যুদ্ধজাহাজ ও বিমানবাহিনীর সমন্বয়ে সামরিক মহড়া দেয় চীন।