সারা দেশেই মৃদু থেকে মাঝারি তাপ প্রবাহে তীব্র গরম অনুভূত হচ্ছে। আবহাওয়া অফিসের তথ্যানুসারে আগামী ২ দিন তাপমাত্রা আরও বৃদ্ধি পেতে পারে।
গত সাত দিন ধরেই তাপমাত্রার পারদ ক্রমাগত উচুঁতে উঠছে। আগামী এক সপ্তাহের মধ্যে ঝড়-বৃষ্টির তেমন সম্ভবনা নেই। গরমের তীব্রতা বাড়ার সঙ্গে সঙ্গে মানুষের কষ্ট একই সঙ্গে বাড়ছে।
আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস বলছে, আজ সারা দেশে দিনের তাপমাত্রা বৃদ্ধি পেতে পারে এবং রাতের তাপমাত্রাও অপরিবর্তীত থাকবে। এতে রাতেও কমবে না গরমের তীব্রতা।
রাজধানীসহ দেশের বড় শহরগুলোতে যতটা তাপমাত্রা, অনুভূত হচ্ছে তার চেয়ে অনেক বেশি। শুষ্ক আবহাওয়ার কারণে গরমের সঙ্গে ধুলার পরিমাণ বেড়ে মানুষের দুর্ভোগ আরও বেড়েছে।
বুধবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় চুয়াডাঙ্গায় ৩৯ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস। এ সময় রাজধানীর তাপমাত্রা রেকর্ড করা হয় ৩৮ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস।