চলতি সপ্তাহে বৃষ্টির কোনো পূর্বাভাস নেই, সে কারণে গরম কমারও সম্ভাবনা নেই বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আগামী এক সপ্তাহ গরম অব্যাহত থাকবে বলেও জানিয়েছে সংস্থাটি।

আবহাওয়া অফিসের তথ্য অনুযায়ী, দেশের ৫২ জেলায় বইছে মৃদু ও মাঝারি তাপ প্রবাহ। তাপমাত্রা বেড়ে যাওয়ায় সারা দেশে তাপ প্রবাহের আওতা বাড়ছে। দিনের তাপমাত্রা কিছুটা বাড়লেও রাতের তাপমাত্রা অপরিবর্তিত থাকবে।

গত ২৪ ঘণ্টায় দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল চুয়াডাঙ্গায় ৩৯ দশমিক দুই ডিগ্রি সেলসিয়াস। আর সর্বনিম্ন তাপমাত্রা ছিল রংপুরের ডিমলায় ১৯ দশমিক দুই ডিগ্রি।

আগামী পাঁচ দিনে আবহাওয়া পরিস্থিতির উল্লেখযোগ্য কোনো পরিবর্তনের সম্ভাবনা নেই বলে জানিয়েছে আবহাওয়া অফিস