আগামীকাল সকাল থেকে খোলা আকাশের নিচে আবারও শুরু হবে বঙ্গবাজার মার্কেটের বেচাকেনা। সে লক্ষ্যে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। ২ হাজার ৯০০ বেশি দোকান বসানোর পরিকল্পনার কথা জানিয়েছে মালিক সমিতি।

তারা জানান, ব্যবসায়ীদের যে তালিকা চূড়ান্ত হয়েছে সে অনুযায়ীই দোকান বরাদ্দ করা হবে। যাদের একাধিক দোকান ছিল তারাও একটি করেই দোকান পাবেন বলে জানিয়েছে মালিক সমিতি।

পাশাপাশি প্রতিটি দোকানের জন্য সাড়ে ১৭ বর্গফুট জায়গা বরাদ্দ করার কথাও জানানো হয়। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের আর্থিক সহায়তার জন্য খোলা ব্যাংক অ্যাকাউন্টে এ পর্যন্ত ২ কোটি ১২ লাখ টাকা জমা হয়েছে।

এর আগে গত রোববার ক্ষতিগ্রস্থ ব্যবসায়ীদের সাথে বৈঠকে শেষে বঙ্গবাজারের ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের চকি বসিয়ে বসার ব্যবস্থা করে দেয়ার কথা জানান ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র ফজলে নূর তাপস।

বলা হয় সোমবার থেকে বঙ্গবাজারে বর্জ্য অপসারণ শুরু করে বুধবারের মধ্যে চকি বসিয়ে বঙ্গবাজারের ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের বসার ব্যবস্থা করে দিতে কাজ করেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন।

তবে এ ঘোষণার আগেই গত শনিবার থেকে বঙ্গবাজারের পাশে পুলিশ হেডকোয়ার্টাস থেকে চানখারপুল পর্যন্ত সড়কের পাশে আনুমানিক ৫ শতাধিক অস্থায়ী দোকান বসার ব্যবস্থা করে দেয় ঢাকা দক্ষিণ সিটি।