ঝড়ের মধ্যে ভারতের একটি মন্দিরের টিনের চালায় বিশালাকৃতির গাছ উপড়ে পড়ে ৭ জনের মৃত্যু হয়েছে। এ ছাড়া আহত হয়েছেন আরও অন্তত ৩০ জন।

স্থানীয় সময় রোববার (৯ এপ্রিল) সন্ধ্যায় ভারতের মহারাষ্ট্রের আকোলা জেলার একটি মন্দিরে ধর্মীয় অনুষ্ঠান চলাকালে হতাহতের এই ঘটনা ঘটে।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।

স্থানীয় পুলিশ জানিয়েছে, সন্ধ্যায় ওই মন্দিরে প্রার্থনা চলছিল। ওই সময় ভারী বৃষ্টি ও তীব্র বাতাস হচ্ছিল। হঠাৎ মন্দিরের পাশে থাকা একটি নিম গাছ উপড়ে মন্দিরের ওপর পড়ে। এতে ৩৫-৪০ জন এর নিচে চাপা পড়েন। এতে সাতজনের মৃত্যু হয়েছে। বাকিদের উদ্ধার করা হয়েছে।

আহতদের নিকটস্থ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে ১ জনের অবস্থা আশঙ্কাজনক।

এ দুর্ঘটনায় শোক জানিয়েছেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে। নিহতদের পরিবারকে আর্থিক সহায়তা দেওয়ার ঘোষণা দিয়েছেন তিনি।