ফ্যাশনপ্রিয় তারুণ্যের আস্থার প্রতীক সোলাস্তা ঈদের আয়োজনের পাশাপাশি মাসব্যাপী ঈদ আনন্দ ক্রেতাদের সঙ্গে শেয়ার করে নিতে বেশ কিছু অফার দিচ্ছে। এর মধ্যে ফরচুন হুইল অফারটি ক্রেতাদের আকর্ষণের কেন্দ্রে রয়েছে।
ফরচুন হুইলের সবচেয়ে আকর্ষণীয় বিষয় হচ্ছে এ অফারে ক্রেতা কখনো কখনো বিনা মূল্যে পেয়ে যাবেন তাদের পছন্দের পোশাক। পাশপাশি সুদৃশ্য ফরচুন হুইল সোলাস্তা শপে নজর কেড়েছে ক্রেতাদের।
একজন ক্রেতা হুইলের আটটি অফারের যে কোনো একটি পেতে পারেন ২ হাজার টাকা সমমূল্যের কেনাকাটা করলেই। অন্য অফার হলো ১০-২৫-৫০ শতাংশ ছাড়। এছাড়া ফ্রি টি-শার্ট ও উপহারসামগ্রী তো থাকছেই।
সোলাস্তার প্রধান নির্বাহী শামছুল হক রিপন জানান, সোলাস্তার ঈদ আয়োজন শুধু নতুন পোশাকে সাজানো হয়নি। ক্রেতাদের জন্যও রাখা হয়েছে বিশেষ সব অফার। উৎসব উপলক্ষে নিজেদের নকশা করা পোশাকগুলো আরও সহজে কাঙ্ক্ষিত ক্রেতার হাতে পৌঁছে দিতেই এ প্রয়াস।
বর্তমানে সোলাস্তার তিনটি আউটলেট আছে। বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্স, ধানমন্ডির সাত মসজিদ রোড ও নারায়ণগঞ্জের বঙ্গবন্ধু রোডে আছে আউটলেটগুলো। প্রতিটি শোরুমই সোলাস্তার নিজস্ব জায়গা ও তত্ত্বাবধানে পরিচালিত। ভালো লাগার পোশাকগুলো পেতে যেতে হবে আউটলেটেই।
এছাড়া নিজস্ব ওয়েবসাইট ও ফেসবুক পেজেও পাওয়া যাবে অধিকাংশ পোশাক। এসেনশিয়াল, এলিগ্যান্ট, এক্সক্লুসিভ, প্রিমিয়াম ও ব্রাইডাল বা পার্টি সব ধরনের কালেকশনই আছে সেখানে। তাদের নান্দনিক উপস্থাপনা প্রশংসিত হয়ে আসছে সব বয়সী ক্রেতার কাছে।