বেনাপোল সীমান্ত এলাকায় বিশেষ অভিযান চালিয়ে গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামি এবং মাদকসহ মোট ১৪ জনকে গ্রেপ্তার করেছে পোর্ট থানা পুলিশ।

শুক্রবার (৭ এপ্রিল) ভোরে বেনাপোলের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন- বালুন্ডা গ্রামের রানা হোসেন, গাজীপুর গ্রামের সামছুর রহমান, সাদিপুর গ্রামের আক্তার হোসেন, দৌলতপুরের বেল্লাল হোসেন, স্বরবাংহুদা গ্রামের আনিচুর রহমান, ভবেরবেড় গ্রামের মোছাঃ হনুফা বেগম ও ময়েন উদ্দিন, ইমরান হোসেন, আসলাম মোল্যা, কাগমারী গ্রামের রহমত আলী, ছোট আচড়ার আব্দুল হাকিম।

এ ছাড়া মাদকসহ বড় আচড়া গ্রামের আবু বকর এবং বারপোতা গ্রামের জাহিদ হাসানকে গ্রেপ্তার করা হয়।

বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন ভুইয়া জানান, জেলা পুলিশ সুপারের নির্দেশে সাঁড়াশি অভিযান পরিচালনা করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের আদালতে পাঠানো হয়েছে।
বেনাপোল প্রতিনিধি